ধরায় আছে গরিব দুখী
আছে যে অসহায় ;
বিত্তবান ব্যক্তির তরে যে থাকে
কিছু পাবার আশায়।
দানতো করে এখন সবাই
লোক দেখানোর জন্য ;
ছবি তুলে করে পোস্ট
হতে তারা গন্য।
দেখা যায় সোস্যাল মিডিয়ায়
দানের ছড়া ছড়ি ;
আসলে দান করে না তারা
একটা কানা কড়ি।
দানের নামে করে তারা
ব্যবসায় তে বিনিয়োগ ;
রাতে বেলায় হিসাব টানে
করে যে যোগ বিয়োগ।
ভাইরাল যদি হয় বিষয়টা
লাভবান তারা হবে ;
এমন ভাবনা মাথায় রেখে
চলে তারা ভবে।
দান করে না পুন্যের আশায়
খোঁজে নগত লাভ ;
বাকির নাম ফাঁকি এমন হয়
ঐসব লোক জনের ভাব।
১৯.০৩.২৪ ইং।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন