নয়া যৌবন পেলো শরৎ
ভাদ্র আশ্বিন মাসে ;
উৎসবের আগাম বার্তা
শরৎ নিয়ে আসে।
প্রকৃতি সাজে ফুলে ফুলে
হৃদয় কাড়া সৌরভ ;
দূর্বাঘাসের স্নিগ্ধ পরশ
মনে জাগে গৌরব।
ক্ষণে ক্ষণে বৃষ্টি ফোঁটা
ক্ষনিক কালের জন্য ;
নদী নালা খাল বিল হাওর
শাপলা পদ্মে ধন্য।
ধানের ক্ষেতে সোনার রবি
ছড়ায় জ্যোতি কিরণ ;
নবান্নে ধান ওঠে ঘরে
কৃষক খুশী ভীষণ।
পিঠা তৈরির উৎসব চলে
বাংলা ঘরে ঘরে ;
শরৎ রানীর আগমনে
এ আয়োজন করে।
জবা জুঁই কাশ কেয়া শিউলি
বরই বেলি ধুতরা ;
দোলনচাঁপা জারুল ঝিঙে
ফোটে নয়নতারা।
বঙ্গ মাতার অপরুপ সাজ
দৃষ্টি শীতল করে ;
শরৎ এলে মায়ের অঙ্গে
লাল সবুজে ভরে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন