মোঃ শামীম হোসেন

কবিতা - সময় প্রবহমান

লেখক: মোঃ শামীম হোসেন

সময় তুমি প্রবহমান নাই বিশ্রাম ;
তোমার পিছে ছোটে সবাই অবিরাম।
থমকে তুমি নাহি দাঁড়াও কারোর অপেক্ষায় ;
তোমার পিছে দাপিত মানুষ সুফলের আশায়।
তোমার পিছে ছুটতে ছুটতে হাঁপিয়ে ক্লান্ত ;
অবশেষে ঘরে ফেরে শেষ বেলান্ত।

তোমার অপেক্ষায় মানুষ থাকে নিরালয় ;
পাই কখন সুবর্ণ সঠিক সময় ।
তোমার লক্ষ্য ধারণ করে কার্যক্রম ;
সুখের সাগরে ভাসে সকল বাঁধা অতিক্রম।

নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সময় মূল্যয়ন ;
মূল্য যারা দেয় সময় তারাই উন্নয়ন।
সময় যারা কাঁটায় হেলায় খেলায় ;
দিন শেষে ডুবে তারা দুঃখ সাগর তোলায়।

সময় তুমি অতি দামী প্রতি জনের তরে ;
তোমায় নিয়ে কত স্বপ্ন আশা বুনে।
মনস্কামনা পূর্ণ করতে সময় করে কদর ;
সুসময়ে সুজন মেলে দুর্সময় নিথর।

সময় গিলে সেই সময় ফিরে নাহি আসে ;
সময় যেটা ভালো যায় সময় চক্রে ভাসে।
তাই সময়কে যথারীতি মূল্যনয় করা চাই ;
দেশ ও জাতিকে সতর্ক বার্তা জানাই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন