আমি যদি কখনো ফিরে আসি
তোমার স্মৃতির ঐনা ভুবনে ;
শুধুই একবার স্মরণ করিও আমায়
আসবো ছুটে আমি আনমনে।
আমার অভাব অনুভবে যদি আসে
চোখে কোনে একবিন্দু জল ;
বোঝবে সত্য ছিলো মোর ভালোবাসা
করছিলা যে তুমি প্রেমে ছল।
নিরবে নির্বৃত্তে একটু ভেবে দেখো
তুমি সেই হারানো দিন গুলি ;
কতটা ভালোবাসতাম আমি তোময়
ওগো প্রাণ প্রিয় গেছো কি ভুলি।
তোমায় দেখতে হাজারো বাঁধা পেরিয়ে
আসতাম ভালোবাসার কারণে ;
মিথ্যা দোষে দোষী সাব্যস্ত করে গেলে
সেই দিনটি আজও আছে স্মরণে।
এমনকি অপরাধে অভিযুক্ত করে
ভেঙে গেলে আমার মন ;
এবার বলো না প্রিয়া জানতে চাই
কি ছিলো এমনটা করার কারণ।
কখনো যদি মনে হয় এই হতভাগা
বিরহী মন মামুনের কথা ;
ছুটে এসো বীনা সংকোচে আবারও
দিবো নাতো কখনো বাঁধা।
তোমার জন্য সদা হৃদয়ের দোরয়াজা
আছে চিরকালের জন্য খোলা ;
বুঝতে পারো যদি কখনো নিজের ভুল
ফিরে এসো তুমি আবার দোলা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন