জুবাইর মাহমুদ

কবিতা - বিষমোহের প্রণয়চক্র

জুবাইর মাহমুদ

(বিষয়: পরকীয়া, লালসা, তৃতীয় ব্যক্তি, সামাজিক ক্ষয়, প্রেমের মৃত্যু)

প্রণয়ের পবিত্র দীপ্তি ডুবে যায় বিষমোহ-জলে,
তৃতীয় এক ছায়া আসে—স্বার্থ ছুঁয়ে হৃদয় দলে।
চোখে তার লালসার জ্বালা, দেহে কামনার বাস,
ভাঙে ঘর, ছিন্ন করে প্রেম, করে বিশ্বাসের সর্বনাশ।

শুধু এক মুহূর্তের সুখে বিলীন অনন্ত স্বপ্ন,
নগ্ন দেহের উন্মাদনায় হারায় চিরন্তন প্রত্ন।
স্বীয়কে ছিন্ন করে যে, নেয় অপরের বুকে ঠাঁই,
সে তো প্রেমিক নয়, এক ভয়ংকর ছদ্ম-ছায়া ভাই।

পরকীয়ার বিষাক্ত ধোঁয়ায় দগ্ধ হয় সংসার,
অতৃপ্ত লোভে খণ্ডিত হয় হৃদয়ের অশ্রুজ্বার।
মনোহর মুখের অন্তরালে থাকে ছলনার পাঁজর,
ভেতর জুড়ে পচন ধরে—ভাঙে সততার বাঁজর।

স্নেহ-মায়া, ভালোবাসা—সবই হয় লাঞ্ছিত,
তৃতীয় জনের স্পর্শে প্রেম পড়ে মাটিতে ধসিত।
নির্দোষ প্রেমিক-পক্ষের বুকে জমে যায় শূন্যতা,
তার হৃদয় হয় ছাই, জীবনে নামে নিঃসঙ্গতা।

মোহের আড়ালে বিষ ফোটে, বাজে সম্পর্কের মৃত্যু ঘণ্টা,
জীবন্ত লাশ হয়ে বাঁচে সে—যার প্রেমে ছিল অনন্ততা।
সভ্যতার এই ছলচিত্রে জন্ম নেয় দগ্ধ প্রলয়,
ভালোবাসা আজ নিঃস্ব, প্রতারণায় গড়া অলয়।

পরে পড়বো
১৯
আবৃত্তি করেছেন: Jobair Mahmud
মন্তব্য করতে ক্লিক করুন