কবিতা - যেখানেই যাই নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিবিধ কবিতা যেখানেই যাই, যে-বাড়িতে কড়া নাড়ি, কেউই দেয় না সাড়া, সব রাস্তাই ফাঁকা, সাত-তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে পাড়া। সেখানেই যাই, ঘুমিয়ে রয়েছে আজ সবার কাছে ও দূরে, অথচ আমার কড়া নাড়বারই কাজ পাড়ায়-পাড়ায় ঘুরে ♥ ১ পরে পড়বো ২৩৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন