মানুষ শ্রেষ্ঠ জাতি, গঠনে ভিন্নতা স্বাভাবিক,
সুন্দর কালো খাটো লম্বা আরো কত কি ধরন!
বংশ গৌরব আভিজাত্যের সৌরভ আহা,
কে বা আছে আমার সমান যা চাই পাই তাহা।
যাকে খুশি তাকেই অনাদার করবো ইচ্ছা আমার,
দীপ্তি গগন আহ্লাদ আমার কিসের পরিতাপ!
কিসের বা মিতালি কিসের বা অতীত,টাকাই সন্মান,
আজকে সবি আছে, উপদ্রব আমার ন্যায়,লুণ্ঠিত যাক মানবতা।
ভাবতেই পারো এভাবে যাবে কেটে দিন,
অহংকারে ভুলে গেছো সেকাল।
এখন তো কেবল সকাল,
কিসের এত অহমিকা ফিরে ও তো আসতে পারে পূর্বকাল।
এখনো তো বাকি আছে মহাকাল।
অনেক কিছু হয়ে গেলে ক্ষনিকের মোহে,
দাম্ভিকতার কিরণ জ্বলেনা তিমিরে!
পারবেনা তুমি ভূমিকে করতে দ্বিখণ্ডিত,
এখনো সময় আছে জাগাও মনুষ্যত্ব।
আজ তো সবি আছে, কাল পরনের জামাটা না ও পেতে পারো!
অক্ষি বুঝে আত্মসমালোচনা করে নিজেকে দেখতে পারো,
এখনো সময় আছে দাম্ভিকতা ভূলে জীবন সাজাও,
মরণের কথা স্মরণ করে মনুষ্যত্ব কে জাগাও।
নাট্য উৎসব অনেক তো হলো, আর কত থাকবে নেশার ঘোরে!
তোমার থেকে দামী রাজা বাদশাহ ও শুয়ে আছে সাড়ে তিন হাতের ঘরে।
যত যাই করো না কেনো পারবেনা সৃষ্টি বদলাতে,
অঙ্গীকার হোক মনুষ্যত্ব জাগিয়ে নিজেকে নিয়ে আসবো আলোর পথ।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন