📝নিঃশব্দের সূর
🖋এনএম জিহাদ
সবচেয়ে অপচয়ের নাম হলো চোখের জল,
আমি নদীর শব্দ ভালোবাসি।
অঝরে ঝরা বৃষ্টি আমার ভালো লাগে না!
বর্ষার এ বৃষ্টি শুকোবে গ্রীষ্ম
শ্রাবণ অঝরের ধারায় বইবে না,
আমার দেহখান হোক সয্যের নীড়।
কষ্ট নদের সব জল পান করব,
মনের কষ্ট ভুলতে গান ধরবো
হয়তো এ মুখখান আর কাঁদবেনা!
দুচোখ দৃষ্টি মেলে কষ্টকে আর দেখবে না!
অর্থের বিনিময়ে কিনতে পারো তৃষ্ণার জল,
নেত্র জলের কি কোনো মূল্য হয়?
এক ফোঁটা চোখের জল…
সে তো বিদীর্ণ আত্মার সুদীর্ঘ বিলাপ।
কি লাভ নির্ঘুম নীরব বিলাপে?
চোখের কোনে হটাৎ জমাট বাঁধে একফোটা পানির জমাট।
যার নেই কোনো উপসংহার ,
ডুব দেয় কতো চোখ চোখের অতলে।
এক নিঃশব্দ বর্ষা, নিঃশব্দের সুর,
যেনো একটি হৃদয়ের প্রতিচ্ছবি!
বজ্রপাতের বর্ষা আমি ঘৃণা করি,
নীরব বৃষ্টিতে আমি নিজেকে খুঁজে পাই

মন্তব্য করতে ক্লিক করুন