এনএম জিহাদ

কবিতা - পরের জন্ম বলে কিছুই নেই,

এনএম জিহাদ
রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

📝পরের জন্ম বলে কিছুই নেই,
🖋 এনএম জিহাদ,

এই পৃথিবীতে শুধু আমিই জিহাদ,
আমাদের সম্পর্কের মধ্যে শুধু এই মানুষগুলোই বেঁচে আছে!
পরের জন্ম বলে কিছুই নেই।
ক্ষণিকের অতিথি হয়ে কিছুক্ষণের জন্য এসেছি ক্ষণিক মঞ্জিলে,
হিংসা বিদ্বেষ রেখে লাভ কি!!!
সকালে বাড়ি থেকে বের হলে ফিরে আসার নিশ্চয়তা নেই।
সেই শরীরে কিসের এত অহমিকা?
কিসের এত অস্থিরতা,
কিসের এত ক্ষমতার দম্ভ,
এত হিংসা-বিদ্বেষ করে কী লাভ?
আপনার চোখের সামনে যাকে দেখছেন তার সাথে হাসি মুখে কথা বলুন।
বলা যায় না, আবার দেখা নাও হতে পারে!

দিন শেষে ডুবে যাওয়া গোধূলির রক্তিম ​​আবার মতো ডুবিয়ে দাও হৃদয়ের হিংসা, লোভ, ক্ষোভ।
দুঃখ হৃদয়ে রেখে লাভ কি?
সমস্ত আবর্জনা থেকে হৃদয়কে প্রশান্তি দিন,
পাওয়া না পাওয়া হিসাবের খাতা বন্ধ করে দীর্ঘ করে একটা নিশ্বাস নিন চোখ বুজে,
জীবনের সমীকরণ থেকে প্রভুর সমীকরণে অনেক প্রশান্তি,

পরে পড়বো
১৯৯
মন্তব্য করতে ক্লিক করুন