নির্বাক নিবৃত,নিস্তব্ধতায় নির্বাসন,
নীলাঞ্জনা নীলে নিলীন,
নিকুঞ্জে নয়নতারা নিশীথে নবীন…!
নীলাদ্রির নয়নে নিমজ্জিত নীল,
নৃপতির নিবেদন নববোদকে নিশ্চিত!
নিষ্কলুষ নিরধর,নিন্দুক নিশাচর,
নোঙ্গরে নিবেদিত নিশাদের নৌকা!
নক্তে নগ্নিকার নখরায়ুধের নেই নিস্তার…!
নশ্বর নর-নারী নয় নিয়ম্য,
নৃকপাঠে নরক নুজন,
নীতিতে নাজেহাল নীরদা!
নৃত্যশালায় নিত্যনতুন নৃত্যপরা,
নূপুরের নিপীড়ন নৈকব্য!
নেপথ্যে নীলকণ্ঠ নীরূপ,
নেত্রঞ্জন নয় নেত্রগোচর!
নৃচক্ষার নৃশংস নির্মমতা,
নিরর্থক নৃমুণ্ডমালিনীর নিহনন…!
নিশ্চুপ নিয়ন্তা, নিষ্ক্রিয় নগরে,
নিকুচি নিকেতন,নিখিল নিকৃত!
নিকরুণ নিয়তিতে নওল নিষ্কিঞ্চন!
নক্ষত্রলোকে নীলাভ নগণ্য,
নওরোজে নওবত,নিখর্ব নিক্কণ!
নটিনীর নিমন্ত্রণ নচেৎ,
নতজানু নপুংসক,নহে নঞর্থক!
নগরচত্বরে নদ্ধ ননির পুতুল,
নেহাৎ, নৈষ্কর্ম্য নধর!
নেদিষ্ঠে নীলাচল,নির্বিদার নীলকুঠী,
নিরস নিশিযাপনে, নির্ভীক নিরঞ্জনা…!
নৃশংসের নখর-নিকৃন্তনে নিথর নায়ক,
নৈঋতে নামিল নবিষ্ঠ নরক!
নিশিত নারাচে নাশিল নব্য নক্ষত্র,
নিভেছে নেত্র,
নাস্তানাবুদ নবাগত নক্ত…!
নির্ঘোষে নিশান নড়ে নবজাতক নাদে,
নমিত নহে নাছোড় নেতার নাদা!
নাদান নরাধম নাশিবে নহবত?
নৈবেদ্যে নামিল নাগাড়ে নব্য নেত্রী।
নিঃস্বার্থ নির্ভীক, নির্লিপ্ত নটবর,
নিপাতিত নহে নহলী নশ্বর!
নবোদ্যমে নামুক নোনাজল-নিষ্কৃতি,
নড়বড়ে নাস্তিকে নামল নব্য নিয়তি…!
নীয়মান নেয়ামত,নভস্পৃক নজরানা,
নবোদ্ভাসিত নরকযন্ত্রণা…!
নীলাম্বরী নলিনী,নিদ্রায়মাণ নহলী,
নরাধম নরপিশাচ,নিক্ষিপ্ত নরকে…!
নষ্টচন্দ্রে নিঃশঙ্ক নর,নিরত্যয় নারী,
নিরপেক্ষতায় নিরভিমান নয়নমণি!
নিশুতিতে নিষ্পিষ্ট নিষ্কাম নীহারিকা,
নীলাম্বু নিষ্প্রাণ,নিসর্গ নিরুত্তেজ, নির্বিকার…!
নিরুক্তিতে নির্ধন নহে নির্জীব,
নিগ্রহে নিরাশ্রয় নিরীহ,
নীড়ে নিষণ্ণ,নিরাসক্ত নিরুপমা নিষ্প্রভ,
নির্যাস নির্মোচনে,নিশ্চিহ্ন নীরক্ত নিশি-গন্ধা,
নিভৃতে নিরশ্রু নাগর,
নির্লজ্জ নিরুপায়,নিষুপ্ত নির্বোধ…!

পরে পড়বো
২৩২

প্রকাশিত মন্তব্য গুলো

  1. ন এর চয়ন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু ২০২৫ এ এসে এরকম কবিতা পড়তে হবে? আমরা কি তবে বৈদিকযুগে ফিরে যাচ্ছি?

মন্তব্য করতে ক্লিক করুন