কেউ করিনি মানে তা হয়নি,
যা হয়েছে তা গোপন থাক।
যা করাতে কারো ক্ষতি নেই,
তবে হবে কেনো তা প্রকাশ?
যা দেখিনি তা হয়নি মোটেই,
যা আড়ালে তা সংগোপনে।
কোন লাভ নেই ছড়িয়ে সেটা,
মহান খোদা সবোই জানেন।
একে অপরকে গবেষণা নয়,
সবে করবো আত্মসমালোচনা।
ভলবাসবো একে অপরকে খুব,
হবে সুন্দর এক পৃথিবীর রচনা।

২৪৮
মন্তব্য করতে ক্লিক করুন