কলমের শক্তি
পারভেজ আহমেদ সাগর
সৃষ্টিকর্তা চেয়েছিলেন তাই
বানিয়ে নিয়েছিলেন কালি-কলম,
তিনি যা চিন্তা করেছিলেন
লিখে ফেলেছিলো কলম।
দৃষ্টির দেখা অদেখায়
ললাটের অদৃষ্ট পরিহাসে,
কলম যা কিছু লিখেছে
হয়ে যায় তা পরিশেষে।
স্রষ্টার বহু পুরাতন সৃষ্টি
কলম নামের জিনিস,
খোদা জানতেন সকলের কর্ম
তিনি চাইলেই সব ফিনিশ।
কলম কিন্তু কম জ্ঞানী নয়
লিখেছে কুদরতে সব,
বাস্তবে যা হয়ে চলেছে
কিংবা কারোর দেখা খোয়াব।
কলমের ক্ষমতা অনেক বেশি
ভেবে দেখুন সকলে খানিক,
রাজা-রানী আর বড় অফিসার হউক
কলমের ক্ষমতা অনেক।
এই কলমের এক খোঁচাতেই
ঝরে পরে বহু জান,
অফিসের ফাইল পরে থাকে মরে
সকল চুক্তি পায় প্রাণ।
কলম দিয়েই কেউবা আবার
হয়ে যায় বড় লেখক,
ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে
খাতা মূল্যায়ন করে শিক্ষক।
কলম ব্যবহার করে সকল মানুষ
ব্যবসায়ী,প্রধানমন্ত্রী সহ প্রশাসন,
হিসাব-কিতাব লিখে রাখেন
সর্বস্তরের সকল জনগণ।
আসমান জমিনের ফেরেশতার হাতে
কলম থাকে হাজির,
কলম দিয়ে নেকি-গোনাহ লিখেন
স্বয়ং মুনকার নাকির।
দুনিয়ার মাঝে সবচেয়ে দামী
কলম ও কালির দাম,
আল-কুরআনেও লেখা আছে তাই
বয়োজ্যেষ্ঠ সৃষ্টির নাম।
বানিয়ে নিয়েছিলেন কালি-কলম,
তিনি যা চিন্তা করেছিলেন
লিখে ফেলেছিলো কলম।
দৃষ্টির দেখা অদেখায়
ললাটের অদৃষ্ট পরিহাসে,
কলম যা কিছু লিখেছে
হয়ে যায় তা পরিশেষে।
স্রষ্টার বহু পুরাতন সৃষ্টি
কলম নামের জিনিস,
খোদা জানতেন সকলের কর্ম
তিনি চাইলেই সব ফিনিশ।
কলম কিন্তু কম জ্ঞানী নয়
লিখেছে কুদরতে সব,
বাস্তবে যা হয়ে চলেছে
কিংবা কারোর দেখা খোয়াব।
কলমের ক্ষমতা অনেক বেশি
ভেবে দেখুন সকলে খানিক,
রাজা-রানী আর বড় অফিসার হউক
কলমের ক্ষমতা অনেক।
এই কলমের এক খোঁচাতেই
ঝরে পরে বহু জান,
অফিসের ফাইল পরে থাকে মরে
সকল চুক্তি পায় প্রাণ।
কলম দিয়েই কেউবা আবার
হয়ে যায় বড় লেখক,
ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে
খাতা মূল্যায়ন করে শিক্ষক।
কলম ব্যবহার করে সকল মানুষ
ব্যবসায়ী,প্রধানমন্ত্রী সহ প্রশাসন,
হিসাব-কিতাব লিখে রাখেন
সর্বস্তরের সকল জনগণ।
আসমান জমিনের ফেরেশতার হাতে
কলম থাকে হাজির,
কলম দিয়ে নেকি-গোনাহ লিখেন
স্বয়ং মুনকার নাকির।
দুনিয়ার মাঝে সবচেয়ে দামী
কলম ও কালির দাম,
আল-কুরআনেও লেখা আছে তাই
বয়োজ্যেষ্ঠ সৃষ্টির নাম।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন