আরামের পরিধেয় জীর্ণ বাস, পুরাতন সুখে।
প্রতারণা আঁকে মুখ রঙের প্রলেপে, চাতুরী সম্মুখে।
অহংকার হাঁটে ওই সাঁটা জুতোয় – কষে বাঁধা তার চলন,
আর সৌন্দর্য নগ্ন— মুক্ত তার দেহ— করে সে আপন পথ-বিচরণ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন