প্রস্তরসম যে বিশ্বাস রহে আঁধার কোণে,
মোর আত্মা কভু নাহি মেশে তার বিজন সনে।
যে জীবন স্রোত নাহি বয়, শুধু আবদ্ধ কূপে,
প্রাণ তার শুকায় মরীচিকার রূপে।
আঁধারে বিলীন প্রদীপ, যে করে না আলোকিত ভুবন,
তার ক্ষীণ শিখা নাহি বাঁধে মোর মন।
মুক্ত যে মন, সত্যের পথে সদা ধায় অবিরাম,
ভ্রান্তির জালে ধরা নাহি দেয় তার নাম।
৬১

মন্তব্য করতে ক্লিক করুন