ভীষণ ঢাকা! রাত্রি কাঁদে, রবির আলো ম্লান—
কোথায় শান্তি? ধূসর বাষ্প, তিক্ত কষ্টে গান।
ছিন্ন বাস, শুষ্ক শ্বাস, রুগ্ন দিনের বেলা;
মৃত্যু-ভীতির চক্রব্যূহে জীবন করে খেলা।
ক্লান্ত পথিক, ক্ষান্ত নয়ন, আঁধার পথে ঘোরে,
হিংসা-দীর্ণ, শঙ্কা-জীর্ণ, হৃদয় শুধু পোড়ে।
ইট-কাঠের রিক্ত খাঁচা, শবের মিছিল চলে,
স্বপ্নরা সব তলিয়ে গেছে বুড়িগঙ্গার জলে।
দীর্ণ আশা, শীর্ণ বাসা, ব্যর্থ প্রতিজ্ঞা যত,
শবের পরে শবের স্তূপ, রুগ্ন দিগন্ত শত।
কোলাহলের তীক্ষ্ণ সুর, বিষাদ হৃদয় কাড়ে,
গুমরে ওঠে মৃত্যুবাণী, বাতাস ভীষণ ছাড়ে।

মন্তব্য করতে ক্লিক করুন