শত্রু ছিল, রাগ ছিল তাই,
বলেছি তারে সব,
শত্রুতা মোর ফুরিয়ে গেল,
নিশ্চুপ, নীরব।

বন্ধু ছিল, রাগ ছিল তাই,
বলিনি তারে সব,
দিনে-রাতে জমিয়ে রাখি,
দুঃখের অনুভব।

মনের মাঝে দুঃখটা মোর
দিনে-রাতে বাড়ে,
বিষবৃক্ষের শিকড় যেন
চলে হৃদয় খুঁড়ে।

বিষবৃক্ষের পাতাগুলো সব
দুঃখের জলে ভিজে,
মনের মাঝে শাখাগুলো
ছড়ায় নিজে নিজে।

মনের রাগ বাড়তে থাকে,
মনের গভীরে,
এক বিষফল দেখা দেয়,
গাছটিরই শিরে।

বিষফলটা মনের মাঝে
অন্ধকারে রয়,
ছায়ার মতোই লোভে তাকে
দেখছে হৃদয়।

আলোর রেখা মিলিয়ে গেল,
নিভল জোনাকি,
বিষফলটা খেলো যে হায়,
বন্ধু একাকী।

ভোর হলো, পূর্বাকাশে
সূর্যিঠাকুর হাসে,
গাছের নিচে বন্ধু আমার
ঘুমিয়ে আছে পাশে।

পরে পড়বো
৬৪
মন্তব্য করতে ক্লিক করুন