ঘন মেঘে ঢাকা আঁধার আকাশে থমকে আছে বাতাস,
বিদ্যুৎ চমকে ঝলসে ওঠে যে ক্ষণে ক্ষণে ইতিহাস।
আজকে বৃষ্টিতে ঝাপসা শহর, ভেজা পিচঢালা পথ,
বুকের ভেতরটা আর্দ্রতা মাখে, মেখে অচেনা শপথ।
বৃষ্টির ফোঁটা জানালায় লেগে আঁকে অজস্র ছবি,
কাব্যিক মনের খাতায় লেখে যে এক নবীন কবি।
কদম ফুলের পরাগ মেখেছে যে পথিকের শার্ট,
শহরের বুকে সবুজ রং ঢেলেছে যেন এক আর্ট।
রিক্সার চাকা ঘুরছে ধীরে, জলে ভেসে যায় ছায়া,
পুরনো দিনের কথা মনে পড়ে, হৃদয়ে জাগে মায়া।
ভেজা চুল আর ভেজা শাড়ি আর ভেজা মনের গীত,
বৃষ্টি যেন প্রেমিকার ছোঁয়া, হৃদয়ে লাগে শীত।
গুমোট ঘরে স্মৃতিরা এসে যে মনের দরজা খোলে,
বৃষ্টির সাথে সেও কাঁদে, তার নাম ধরে বলে।
চায়ের দোকানে উষ্ণ ধোঁয়া, ভেজা মানুষের ভিড়,
গল্পে গল্পে সময় কাটে, মন হয় যে অস্থির।
কেউবা ফোনেতে কথা বলে, কেউ হাতে বই নিয়ে,
বৃষ্টির সাথে আলাপ জমায় সে যে একা বসে গিয়ে।
হঠাৎই মেঘ গর্জে ওঠে, চমকে ওঠে মন,
মনে পড়ে যায় সেই হারানো প্রেম, সেই হারানো ক্ষণ।
কফির কাপে চুমুক দিয়ে সে হাসে মনে মনে,
বৃষ্টির সাথে তার প্রেম যেন চলে গোপনে।
বৃষ্টির ফোঁটা যেমন ঝরে পড়ে, তেমনি চোখের জল,
লুকিয়ে রাখা কষ্টগুলো আজ করছে টলমল।
বুকের ভেতরটা উথলে ওঠে, একাকিত্বের ভার,
শহরের বৃষ্টি যেন হৃদয়ের একমাত্র আধার।
আজকে ছাদেতে কেউ নেই, খালি পড়ে আছে ছাদ,
বারান্দার পাশে টবে লাগানো যে গোলাপটি বরবাদ।
বৃষ্টির জলে ঝাপসা হয়ে আসে দূরেতে এক বাড়ি,
তারি পাশে আছে এক মেয়ে, পরে রঙিন শাড়ি।
বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ে, ভিজে যায় তার চুল,
সেও হাসে আর বৃষ্টিতে নাচে, যেন ভুলের ফুল।
বৃষ্টির জলে আজ প্রেমিকা ফিরে আসে স্বপ্নের মতো,
এই শহরের বৃষ্টি যেন প্রেমের এক ক্ষত।
আজ শুধু বৃষ্টি আর বৃষ্টি, মন যেন ডাকে তারে,
জানালা খুলে বসে আছি আমি, আজ কার মন ভোলাব রে?

৫৮
মন্তব্য করতে ক্লিক করুন