কবিতা - বাসযাত্রী প্রসূন গোস্বামী অন্যান্য কবিতা নির্জন পাথরে খোদাই মুখ, বাসভর্তি স্বপ্নের ভিড়, ঘামে ভেজা যাত্রীর চোখে, নক্ষত্রের মতো নিঃশব্দ চিড়। সময় থামে না, থামে শুধু একটুখানি ভাবনার ঢেউ, পাথরও হাসে, যদি কেউ ছুঁয়ে দেয় তার অন্তর্গত কেউ। ♥ ০ পরে পড়বো ৪৪ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন