ছায়া ফেলে যায় শুধু চাবুকের ঘর,
মুখ চেয়ে দেখবার নেই তো খবর।
কষ্টিপাথরে শুধু আলোরই খেলা,
পোড়া বাঁশি কাঁদে, কার ফুরোলো বেলা।
জলের পেটের ভাঁজে চাঁদ যদি হাসে,
তার চোখ ঢেকে রাখে হাজার বিলাসে।
শেকড়ের নিচে তার ভেঙে গেছে শ্বাস,
আসল মুখের ভাঁজ মিথ্যের আকাশ।
মন্তব্য করতে ক্লিক করুন