দাও ফিরায়ে দাও—সেই সেকালের ধি-ম্মা-তা!
সেই সে নীরবতা!
আমরা কি ভুলিব? ভুলিব কি কভু—সে যে জি-জ্যা-কর
মুক্ত পথের ডর?

আকাশ-ভাঙা তুবড়ি ছোটে, ধূমকেতুর লেজটি নড়ে,
আলোর কাঁপা আলপনাতে, সূর্য পালায় ভয়েতে মরে।
তারাও কি শুধায়—“তুমি কেন দাস?
নাই কি তোমার শ্বাস?”

নদীর জলও আজ বিদ্রোহে কয়,
“দাসত্বে নাই জয়!”
পাথরে কি বাঁধে উড়ন্ত পাখি?
রুদ্ধ ঘরের ফাঁকি?

স্বর্গদ্বারে ধিম্মি-নামা? সেই পুরাতন ছায়াবাজ!
সহিব না আর আজ!
স্বাধীনতা—সে তো ডানার মতন, উড়তে শেখা গান,
ভাঙ্গুক এই কৃত্রিম মান!
মুক্তি কি রবে? সে তো জলীয় বাষ্প!—যদি না হয় রূদ্ধ-তাপ,
ধুলায় মেশে পাপ।

নই রে বন্দি, নই কভু আমি! এই মাটির শপথ মানি,
শৃঙ্খলেতে শান্তি আনি!
এই ধিক্কার ধুলার কণা—না মানি তার ছদ্ম-বেশ,
আমার সকল দেশ!

পরে পড়বো
৬৫
মন্তব্য করতে ক্লিক করুন