এদেশে জন্ম মানুষের
কবে যেন বন্ধ হলো,
খালি ধর্মের পোকাদের
জন্মের ধারা চলল।

এখন কেবল বিভেদ-বিষে
মানুষ মানুষে হয় পর,
হিংসার কাঁটা বিঁধে রয়
ভেঙে যায় আপন ঘর।

ভালোবাসা আজ শুকিয়ে গেছে
পানির অভাবে যেমন মাঠ,
মনের জানালা বন্ধ করে
খুলেছি ঘৃণার আঁধার পাট।

আলোর পথে হাঁটবে যারা
তারাও ডুবে কলুষ রসে,
শান্তি আসে না এ দেশে
কেবলই বিভেদ-বিষে।

মানবতার বোধ ফুরাল
খালি রইল কূপের জল,
পোকারাই করে রাজত্ব
এ কেমন এক অশুভ ফল!

পরে পড়বো
৪৯
মন্তব্য করতে ক্লিক করুন