প্রসূন গোস্বামী

কবিতা - খোকার পেটব্যথা

প্রসূন গোস্বামী

পেটে গুড়গুড়ি, ভয়ে কাঁপুনি, মুখ করে ম্লান;
মা বলে, “খোকন, হলো বুঝি তোর গুরুপাক টান!”
কখনো কদু, কখনো কচু, কখনো বা কাঁচকলা;
খেয়েছি তো তাই, এ ব্যথার দায়, বোঝে না তো জ্বালা।

পেটে গুড়গুড়ি, ভয়ে কাঁপুনি, মুখ করে ম্লান;
মা বলে, “খোকন, হলো বুঝি তোর গুরুপাক টান!”

ভোলা আর নিতাই খেলছে তো বেশ, লাটাই-লুডো’র ঘর;
খেলিব কখন, ওরে দু’নয়ন, ব্যথায় জর্জর।
পেটে গুড়গুড়ি, ভয়ে কাঁপুনি, মুখ করে ম্লান;
কদু-কচুর গুরুপাক টান, হলো বুঝি জান।

ঐ তো ওখানে, রামধনু বানে, উড়ছে ঘুড়িটা;
আমি যদি পাই, তবে তো উড়াই, এ তো শুধু গোটা।
পেটে গুড়গুড়ি, ভয়ে কাঁপুনি, মুখ করে ম্লান;
কাঁচকলা-কদুর গুরুপাক টান, হলো বুঝি পান।

এসেছি দোকানে, কিনি এই খানে, যত কিছু পাই;
খাবার যত, ঠিক মনে আছে, তাতে ভুল নাই।
পেটে গুড়গুড়ি, ভয়ে কাঁপুনি, মুখ করে ম্লান;
হলো বুঝি কদু-কচুর গুরুপাক টান।

৩০
মন্তব্য করতে ক্লিক করুন