প্রসূন গোস্বামী

কবিতা - মায়া-ছায়ার ছড়াছড়ি

প্রসূন গোস্বামী

অদ্ভুত এ কাল চলে, নাম তার আলোছায়া।
মন্থর পদে চলে, ছায়া মেলে দ্রুতকায়া।
রাস্তার ধারে গাছেরা, ফিসফিস করে বলে,
“বৃষ্টি নয়, শুধু অশ্রু ঝরবে এ জনপদে।”
কাপে চায়ের গন্ধ, চা নেই, স্মৃতিরা কাঁদে,
বৃদ্ধের মুখে শুনি, “স্বাধীনতা ছিল, আজ এ কেমন ফাঁদে।”
আকাশে তারা নেই, এক অদৃশ্য আঁখি,
সব দেখে, তবু কিছু বলে না, শুধু দেয় উঁকি।
শিশুরা খেলায় মত্ত নয়, আঁকে ভাঙা মানচিত্র,
নদী নয়, শুধু ফাটল, এ এক অদ্ভুত চিত্র।
এ কি দুঃসময়? স্বপ্ন? এ যেন এক দীর্ঘশ্বাস,
বাতাসে মিশে শুধু বলে, “সব ঠিক হবে, শুধু এইতো আশ।”
কিন্তু কবে? শুধু এই প্রশ্নই রবে।
এ এক দীর্ঘশ্বাস, যা বাতাসে মিশে বলে, “সব ঠিক হয়ে যাবে, কিন্তু কবে?”

পরে পড়বো
৭৭
মন্তব্য করতে ক্লিক করুন