প্রসূন গোস্বামী

কবিতা - নিজরূপে সে অন্বেষা

প্রসূন গোস্বামী

তার ইচ্ছের উপত্যকায় ঘাসের নিচে ঘুমিয়ে থাকে গোধূলির হরিণ,
তার ‘আমি’ এক নির্মাণাধীন নগরী—দেয়াল নয়, দিগন্ত।
সে জলের মতো বয়ে চলে নিজের নাম গড়ে তুলতে—
না “মেয়ে” বলে, না “বাধ্য” বলে—
শুধু নিজের ছায়ায় নিজস্ব ভাষা খুঁজে নিয়ে।

তার চোখে ঘুড়ির মতো ডানা মেলে মুক্তি,
তার হাঁটায় ধ্বনিত হয় বৃষ্টির মৌন অভিপ্রায়।
সে কে? সে কী?
সে—যেমন সে হতে চায়।

পরে পড়বো
৫৪
মন্তব্য করতে ক্লিক করুন