প্রসূন গোস্বামী

কবিতা - নির্বাক বারণ

প্রসূন গোস্বামী

সব শুনেছিস কানে কানে, যত কলঙ্কের কথা ছিল,
কার কপালে কোন্ সে নিদান, কোন্ সে ব্যথায় মন মরেছিল।
কেমনে সয় দেশবাসী সব, কেমনে সয় রুদ্ধশ্বাস,
লুণ্ঠিত প্রাণ, ধর্ষিত মান, নিরন্তর সর্বনাশ।
জেলের প্রকোষ্ঠে পচে যেই প্রাণ, ভিটেমাটিহীন উদ্বাস্তু যত,
সব লুকানো, সব ঢাকা থাক, বলিস না কিছু কারোও মতো।
সব শুনেছিস, কেবল দেখিস না তো লেখা কোথায়—
সত্য যখন হেঁকে ওঠে, কেমনে তাকে থামাবি হায়!

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন