প্রসূন গোস্বামী

কবিতা - নিস্তব্ধতার বিষ

প্রসূন গোস্বামী

অন্ধকার মেঘ হতে ঝরে বারিধারা,
নিঃস্বতা হৃদয়ে, আঁখিতে শূন্যতা।
যেখানে ফসলের খেত, সেখানে আজ
শুধুই বিষাদ আর মৌনতা।
আলোহীন দিগন্তে, মলিন এক ছায়া,
যেন জ্ঞানের ভুবন হয়েছে স্তব্ধ।
কোমল প্রাণের স্বপ্নগুলি আজ
অজ্ঞতার জালে হয়েছে আবদ্ধ।
যেখানে ছিল সুর, সেখানে নীরব বিষাদ
যেখানে ছিল জ্ঞান, সেখানে আঁধার অবসাদ।

পরে পড়বো
৫৮
মন্তব্য করতে ক্লিক করুন