শোনো হে বাপু! ওই যে লোকে ঘৃণার বশে রয়,
তাদের নাকি ভালোও মন্দ, মন্দও ভালো হয়?
শুনছি নাকি সত্য তাদের মিথ্যে মনে হয়?
মিথ্যে তাদের পরম সত্য, সংশয় নাহি রয়?
রূপের মাঝে কদর্যতা, নোংরা মনে ঠেকে?
অন্ধকারে আলোর রেখা, দেখতে নাহি শেখে?
মনের মাঝে পচন ধরে, বিবেক হয় যে ক্ষয়?
চল্‌ না দেখি সত্যি করে, এমন কি আর হয়?

৩৭
মন্তব্য করতে ক্লিক করুন