ওরে জ্বলে উঠো তবে, ধাবিত হও রে মুক্তিতে
আজ দীপ্ত প্রাণের উদয়সূর্যে।।
আঁধার-ঘেরা দ্বার হতে খোলো রে সব, ছুটে চল রে নির্ভয়ে,
জীবনের টানে উন্মুক্ত হাওয়ায় ছড়িয়ে দে রে অন্বয়ে।।
শৃঙ্খল ছিঁড়ে গাও রে দীপ্তিতে
আজ দীপ্ত প্রাণের উদয়সূর্যে।
অপরূপ স্বপ্নের প্রান্তে তোর ভয় কী রে বিপদ-ছায়াতে,
যা লুকিয়ে আছে হৃদয়েতে, উৎসারিত কর্ আলোর গীতে।।

৫৯
মন্তব্য করতে ক্লিক করুন