পেটমোটা শুঁড়ওলা ভুঁড়িতে হাত দিয়ে,
বলে বাংলাদেশ ব্যাংক, ‘পোশাক চাই মিলিয়ে!’
হাঁসজারু আর বকচ্ছপ সব বাদ,
শালীনতার ছাঁচে পড়ুক এবার বাঁধ।
ষাঁড় আর বাঘে হবে একই রূপ ধারণ,
সাদা শার্ট, প্যান্ট, আর ফিতে বাঁধার কারণ!
কুমড়ো পটাশ যদি পরে জিন্স আর গ্যাবার্ডিন,
‘উফ!’ বলবে কর্তারা, ‘একি দেখি প্রতিদিন!’
খিচুড়ি ভোজ হবে বুঝি পোশাকের ফতোয়াতে,
সবার জন্য এক নিয়ম, বাঁধা ছকে খেলাতে।
পাগলা দাশুও বুঝি দেবে মাথা নেড়ে,
শর্ট ড্রেস আর লেগিংস, যাবে সব ছেড়ে!
গোঁফচুরি নয়, এ যে ফ্যাশন চুরি,
কর্মচারী সাজাবে পোশাকের প্রহরী।
কানে ধরে সারেং যদি হয় বেশভূষা পরিদর্শক,
সাম্য আর ঐক্যের হবে সে এক প্রদর্শক!
আবোল তাবোল ভাবি, কোথা হতে আসে জ্ঞান,
পোশাকের মাপকাঠিতে হবে পেশাগত সম্মান!
রামগরুড়ের ছানারা সব একাকার হলো যেই,
অফিস ছুটি, পরো যা খুশি, নেই কোনো বারণ এই!
দাঁড়ে দাঁড়ে দ্রুম বাজে, নির্দেশ ২১ জুলাই,
নয়া যৌবনের লাগাম, টেনে ধরা চাই!

পরে পড়বো
৬৭
মন্তব্য করতে ক্লিক করুন