নগরে কলহ বাজে, নগরীর বক্ষ হতে,
কার সে প্রলাপ উঠে, কোন প্রেত হতে ?

আজিকে সময় কাঁপে, থরথর থর…,
যা কিছু ঘটিছে হায়, কি কঠিন প্রহর।
আকুল জনতা কাঁদে,
শৃঙ্খলে কি সে বাঁধে,
নয়ন মলিন হয়, হৃদয় কাতর।
আজিকে সময় কাঁপে, থরথর থর…।

নগরে কলহ বাজে, নগরীর বক্ষ হতে,
আর কিবা শব্দ উঠে, সে বিষম স্রোতে ?

মাঝে মাঝে শব্দ আসে, “খন্-খন্-খন্”,
হৃদয়ে জাগে না কেন, সে সুপ্ত চেতন।
কার তরে সব হাসি,
বলো তবে ভালোবাসি ?
মানুষের রূপে কেন, সে পশুর আগমন।
মাঝে মাঝে শব্দ আসে, “খন্-খন্-খন্”।

২৯
মন্তব্য করতে ক্লিক করুন