নীতিমালা

 

১... সদস্য সংক্রান্ত -
ক) কাউকে হেয় করে কোন নাম ব্যবহার করা যাবে না।
খ) কোন লেখক কবি গোষ্টি বা প্রতিষ্ঠানকে হেয় করে নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না।
গ) রাজনৈতিক আদর্শ বা ধর্মীয় আদর্শে আঘাত হয় এমন কোন নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না।
ঘ) গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ছাড়া এক-এর অধিক আইডি ব্যাবহার করা যাবে না।
    ঘ, ১) সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাখ্যা করে ই-মেইল করতে হবে- info@banglakobita.net -এই ঠিকানায়।
    ঘ, ২) কতৃপক্ষের বিবেচনায় ব্যবহার অনুমতি দেওয়া হতে পারে।
    ঘ, ৩) অন্যথায় বাংলা কবিতা পরিবারের নজরে আসলে আপনার সব আইডি বাতিল করার অধিকার বাংলা কবিতা কতৃপক্ষ রাখে।
ঙ) সমাজ সংস্কৃতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা কোন ব্যাক্তিকে হেয় করে নাম ব্যবহার করা যাবে না।
চ) সদস্য হওয়ার পরবর্তিতে আপনার প্রোপাইলে প্রয়োজনীয় তথ্য এবং ছবি যুক্ত করতে পারবেন।
    চ, ১) ছবি যুক্ত করার ক্ষেত্রে সম্মানিত সদস্যকে নিজের ছবি যুক্ত করার জন্য বাংলা কবিতা পরিবার অনুরোধ করছে।

 

২... কবিতা-ছড়া-গল্প প্রকাশ সংক্রান্ত -
ক) বাংলা কবিতা সব সময় সৃজনশীল প্রকাশের জন্য উৎসাহ প্রদান করে থাকে।
খ) বাংলা কবিতায় কবিতা, ছড়া, ছোট গল্প এবং আপনার প্রকাশিত গ্রন্থ যুক্ত করতে পারবেন।
    খ, ১) তবে প্রকাশের পূর্বে আপনাকে অবশ্যই সদস্য হতে হবে।
গ) শুধু মাত্র স্বরচিত কবিতা, ছড়া, ছোট গল্প প্রকাশ করতে পারবেন।
    গ, ১) অন্য কারো লেখা নিজের নামে, অন্য কারো নামে, কিংবা উক্ত লেখকের নামে প্রকাশ করা হলে, দেখা মাত্র আইডি বাতিল করা হবে।
ঘ) শব্দের বারান্দায় কবিতা-ছড়া এবং গল্পের বারান্দায় ছোট গল্প প্রকাশিত হবে।
    ঘ, ১) কবিতা, ছড়া, ছোট, গল্প ছাড়া অন্য কোন লেখা পেলে তা ডিলেট করে দেওয়া হবে।
    ঘ, ২) এবং উক্ত লেখককে সতর্ক করার পরও দ্বিতীয় বার প্রকাশিত হলে উক্ত লেখকের আইডি বাতিল করা হবে।
ঙ) আপনার লেখা অন্য কোন ওয়েবসাইট ব্লগ কিং অন্য কোথায় প্রকাশিত হলেও আপনি এখানে প্রকাশ করতে পারবেন কোন প্রকার শর্ত ছাড়া।
চ) মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভাষা কিংবা দেশ বিরোধী বা হেয় পূর্ণ কোন লেখা প্রকাশ করা যাবে না।
ছ) শুধু মাত্র কবিতা, ছড়া, ছোট গল্প ছাড়া অন্য কোন লেখা যেমন ব্লগ, খবর, অন্য কাউকে উদ্দেশ্য করে কোন লেখা প্রকাশ করা যাবে না।
    ছ, ১) প্রকাশ করে হলে দেখা মাত্র তা ডিলেট করে দেওয়া হবে।
    ছ, ২) এবং একাধিক বার সতর্ক করার পরেও, প্রকাশ করলে আপনার আইডি বাতিল করা হবে।
জ) কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য যে কোন বিজ্ঞাপন মূলক লেখা প্রকাশ করা যাবে না।
ঝ) লেখার মাঝে অন্য কোন সাইটের লিঙ্ক দেওয়া যাবে না।
ঞ) কোন ওয়েবসাইট ব্লগ বা প্রতিষ্ঠানকে হেয় করে, গালিগালাজ বা সমালোচনা করে কোন প্রকার লেখা প্রকাশ করা যাবে না।
ট) সমাজ, ধর্ম বা রাষ্ট্রকে হেয় করে উস্কানি দিয়ে কোন লেখা প্রকাশ করা যাবে না।
ঠ) কোন প্রকার উগ্রতা প্রকাশ করা যাবে না।
    ঠ, ১) কোন প্রকার উগ্রতা আছে এমন কোন লেখা দেখা মাত্র ডিলেট করে দেওয়া হবে।
    ঠ, ২) সেই সাথে সেই ব্যাক্তির আইডি বাতিল এবং সেই ব্যাক্তিকে স্থায়ী বাংলা কবিতা পরিবার থেকে বহিষ্কার করা হবে।
    ঠ, ৩) এবং কোন ব্যাক্তির উগ্রতা বা উস্কানি বা আশালিন বক্তব্যের দ্বায়বার বাংলা কবিতা পরিবার নিবে না।
ঢ) বাংলা-ইংরেজি মিশ্রিত অথবা ইংরেজি হরফে আংশিক বা সম্পুর্ণ বাংলা লেখা যাবে না।
ড) অশ্লীল অনৈতিক কিংবা কপিরাইট আইন ভঙ্গকরে এমন কোন লেখা প্রকাশ করা যাবে না।

 

৩... গ্রন্থ পরিচিতি যুক্ত করা সংক্রান্ত - 

ক) গ্রন্থ শুধু মাত্র গ্রন্থ পরিচিতি বিভাগে প্রকাশ করতে পারবেন।
খ) সম্মানিত সদস্য শুধু মাত্র স্বরচিত একক এবং যৌথ গ্রন্থ প্রচার করতে পারবেন।
গ) গ্রন্থটি কোথায় পাওয়া যাবে এমন লিঙ্ক দেওয়া যাবে।
    গ, ১) শুধু মাত্র অনলাইন বা অফলাইনের বিক্রয় প্রতিষ্ঠানের তথ্য এবং লিঙ্ক দেওয়া যাবে।
ঘ) পোর্ণগ্রাফি আইন ভঙ্গ করে এমন কোন গ্রন্থ প্রচার করা যাবে না।
ঙ) গ্রন্থের কভার (ছবি) প্রকাশের ক্ষেত্রে কপিরাইট আইন ভঙ্গ হয় এমন ছবি যুক্ত করা যাবে না।
চ) মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভাষা কিংবা দেশ বিরোধী বা হেয় পূর্ণ কোন গ্রন্থ প্রচার করা যাবে না।
ছ) সমাজ ধর্ম বা রাষ্ট্রকে হেয় করে উস্কানি দিয়ে কোন গ্রন্থ প্রচার করা যাবে না।
জ) কোন প্রকার উগ্রতা প্রকাশ করা যাবে না।
    জ, ১) কোন প্রকার উগ্রতা আছে এমন কোন গ্রন্থ দেখা মাত্র ডিলেট করে দেওয়া হবে।
    জ, ২) সেই সাথে সেই ব্যাক্তির আইডি বাতিল এবং সেই ব্যাক্তিকে স্থায়ী বাংলা কবিতা পরিবার থেকে বহিষ্কার করা হবে।
    জ, ৩) এবং কোন ব্যাক্তির উগ্রতা বা উস্কানি বা আশালিন বক্তব্যের দ্বায়বার বাংলা কবিতা পরিবার নিবে না।

 

৪... মন্তব্য প্রকাশ সংক্রান্ত -
ক) মন্তব্যের জন্য অবশ্যই লগইন করে নিতে হবে। 
খ) অশ্লীল, কুরুচিপূর্ণ‌ অনৈতিক, অপমানজনক‌ গালিগালাজ যুক্ত মন্তব্য প্রকাশ করা যাবে না।
গ) মন্তব্যের মাঝে অন্য কোন সাইটের লিঙ্ক দেওয়া যাবে না।
ঘ) কোন ওয়েবসাইট ব্লগ বা প্রতিষ্ঠানকে হেয় করে, গালিগালাজ বা সমালোচনা করে কোন প্রকার মন্তব্য করা যাবে না।
ঙ) সমাজ ধর্ম বা রাষ্ট্রকে হেয় করে উস্কানি দিয়ে কোন মন্তব্য প্রকাশ করা যাবে না।
চ) কোন প্রকার উগ্রতা প্রকাশ করা যাবে না।
    চ, ১) কোন প্রকার উগ্রতা আছে এমন কোন মন্তব্য দেখা মাত্র ডিলেট করা হবে।
    চ, ২) সেই সাথে সেই ব্যাক্তির আইডি বাতিল এবং সেই ব্যাক্তিকে স্থায়ী বাংলা কবিতা পরিবার থেকে বহিষ্কার করা হবে।
    চ, ৩) এবং কোন ব্যাক্তির উগ্রতা বা উস্কানি বা আশালিন বক্তব্যের দ্বায়বার বাংলা কবিতা পরিবার নিবে না।
ছ) কোন লেখক বা অন্য কোন ব্যাক্তি প্রতিষ্ঠানকে হেয় করে অশ্লীল, কুরুচিপূর্ণ, অনৈতিক, অপমানজনক শব্দ ব্যবহার করে মন্তব্য করা যাবে না।

 


** কোন সদস্য এক বা একাদিক নীতিমালা ভঙ্গ করলে উক্ত সদস্যকে সাময়িক বা স্থায়ী বহিস্কারের অধিকার বাংলা কবিতা ডট নেট কতৃপক্ষ রাখে। **

 

(নোটঃ বাংলা কবিতা ডট নেট -এর নীতিমালা আংশিক, অথবা পূর্ণ পরিবর্তন বা পরিবর্ধন কিংবা বাতিল হতে পারে, এবং নতুন নীতিমালা যুক্ত হতে পারে।)

© বাংলা কবিতা || 2020 - 2023