কথোপকথন -১৮
পূর্ণেন্দু পত্রী
হ্যালো, হ্যালো কখন আসছ তুমি ?
কোথায় মেঘ ? কোথাও মেঘ নেই ।
হ্যালো,হ্যালো,বৃষতি যদি নামে ?
ভিজবে,হ্যালো ভিজবো,অনায়াসে
গাছপালারা যেমন করে ভেজে
ভিজলে তৃণ রাজার ছেলে হয়
হ্যালো,হ্যালো বলছি ভিজবো জলে
ভেজা মাঠির গন্ধ হবে তুমি
আমি তাতে ছড়াবো ডালপালা।
শুনতে পাচ্ছো ? হ্যালো হ্যালো হ্যালো
বেরিয়ে পড়,আকাশে রামধনু
উঠবে,হ্যালো উঠবে এবার রোদ
রোদের হাতে বর্শা,হ্যালো হ্যালো
তোমার পায়ের ঘুঙুর শুনতে পেলে
সমস্ত মেঘ,আধাঁর খসে হ্যালো
সমস্ত মেঘ আধাঁর,হ্যালো হ্যালো
সমস্ত মেঘ,হ্যালো,হ্যালো হ্যালো।
কোথায় মেঘ ? কোথাও মেঘ নেই ।
হ্যালো,হ্যালো,বৃষতি যদি নামে ?
ভিজবে,হ্যালো ভিজবো,অনায়াসে
গাছপালারা যেমন করে ভেজে
ভিজলে তৃণ রাজার ছেলে হয়
হ্যালো,হ্যালো বলছি ভিজবো জলে
ভেজা মাঠির গন্ধ হবে তুমি
আমি তাতে ছড়াবো ডালপালা।
শুনতে পাচ্ছো ? হ্যালো হ্যালো হ্যালো
বেরিয়ে পড়,আকাশে রামধনু
উঠবে,হ্যালো উঠবে এবার রোদ
রোদের হাতে বর্শা,হ্যালো হ্যালো
তোমার পায়ের ঘুঙুর শুনতে পেলে
সমস্ত মেঘ,আধাঁর খসে হ্যালো
সমস্ত মেঘ আধাঁর,হ্যালো হ্যালো
সমস্ত মেঘ,হ্যালো,হ্যালো হ্যালো।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৯২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন