কবিতা - আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা ‘আম্র, তোর কী হইতে ইচ্ছা যায় বল্।’ সে কহে ‘হইতে ইক্ষু সুমিষ্ট সরল’। ‘ইক্ষু, তোর কী হইতে মনে আছে সাধ।’ সে কহে ‘হইতে আম্র সুগন্ধ সুস্বাদ’। ♥ ০ পরে পড়বো ৯৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন