কবিতা - আলো যে যায় রে দেখা রবীন্দ্রনাথ ঠাকুর গান আলো যে যায় রে দেখা- হৃদয়ের পুব-গগনে। সোনার রেখা। এবারে ঘুচল কি ভয়। এবারে হবে কি জয়। আকাশে হল কি ক্ষয় কালির লেখা॥ কারে ঐ যায় গো দেখা, হৃদয়ের সাগর-তীরে দাঁড়ায় একা। ওরে তুই সকল ভুলে চেয়ে থাক্ নয়ন তুলে— নীরবে চরণ-মূলে মাথা ঠেকা॥ ♥ ০ পরে পড়বো ১২৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন