রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - আলোকের অন্তরে যে আনন্দের পরশন পাই

রবীন্দ্রনাথ ঠাকুর

আলোকের অন্তরে যে আনন্দের পরশন পাই
জানি আমি তার সাথে আমার আত্মার ভেদ নাই।
এক আদি জ্যোতিউৎস হতে
চৈতন্যের পুণ্যস্রোতে
আমার হয়েছে অভিষেক
ললাটে দিয়েছে জয়লেখ,
জানায়েছে অমৃতের আমি অধিকারী
পরম আমির সাথে যুক্ত হতে পারি
বিচিত্র জগতে
প্রবেশ লভিতে পারি আনন্দের পথে॥

পরে পড়বো
৪০৭
মন্তব্য করতে ক্লিক করুন