কবিতা - আমার যাবার সময় হল রবীন্দ্রনাথ ঠাকুর গান আমার যাবার সময় হল, আমায় কেন রাখিস ধরে। চোখের জলের বাঁধন দিয়ে বাধিস নে আর মায়াডোরে।। ফুরিয়েছে জীবনের ছুটি, ফিরিয়ে নে তোর নয়ন দুটি- নাম ধরে আর ডাকিস নে ভাই, যেতে হবে ত্বরা করে।। ♥ ০ পরে পড়বো ৬২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন