আমরা খুঁজি খেলার সাথি-
ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি।।
আমরা কি পাখির গলায়, আমরা নাচি বকুলতলায়,
মন ভোলাবার মন্ত্র জানি, হাওয়াতে ফাঁদ আমরা পাতি।
মরণকে তো মানি নে রে,
কালের ফাঁসি ফাঁসিয়ে দিয়ে লুঠ-করা ধন নিই যে কেড়ে।
আমরা তোমার মনোচারা, ছাড়ব না গো তোমায় মোরা-
চলেছ কোন্ আঁধার-পানে সেথাও জ্বলে মোদের বাতি।।
১১১

মন্তব্য করতে ক্লিক করুন