কবিতা - বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর গান বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে, হৃদয়মাঝে। নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে, প্রাণের কাছে। প্রহর জাগে, প্রহরী জাগে- তারায় তারায় কাঁপন লাগে। মরমে মরমে বেদনা ফুটে- বাঁধন টুটে, বাঁধন টুটে।। ♥ ০ পরে পড়বো ৯৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন