কবিতা - বারেক ভালোবেসে যে জন মজে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের কবিতা বারেক ভালোবেসে যে জন মজে দেবতাসম সেই ধন্য, দ্বিতীয়বার পুন প্রেমে যে পড়ে মূর্খের অগ্রগণ্য। আমিও সে দলের মূর্খরাজ দুবার প্রেমপাশে পড়ি; তপন শশী তারা হাসিয়া মরে, আমিও হাসি– আর মরি। ♥ ০ পরে পড়বো ৩৩৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন