কবিতা - ভালোবাসিলে যদি সে ভালো না বাসে রবীন্দ্রনাথ ঠাকুর অনুকাব্য, গান ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল। মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল। দাঁড়িয়ে ছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তারে- নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল।। ♥ ০ পরে পড়বো ৮১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন