রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ছিল যে পরানের অন্ধকারে

রবীন্দ্রনাথ ঠাকুর

ছিল যে পরানের অন্ধকারে
এল সে ভুবনের আলোক-পারে।।
স্বপনবাধা টুটি বাহিরে এল ছুটি,
অবাক্ আঁখি দুটি হেরিল তারে।।
মালাটি গেঁথেছিনু অশ্রুধারে,
তারে যে বেঁধেছিনু সে মায়াহারে।
নীরব বেদনায় পূজিনু যারে হায়
নিখিল তারি গায় বন্দনা রে।।

পরে পড়বো
৪৮
মন্তব্য করতে ক্লিক করুন