রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - চির-পুরানো চাঁদ

রবীন্দ্রনাথ ঠাকুর

চির-পুরানো চাঁদ,
চিরদিবস এমনি থেকো আমার এই সাধ।।
পুরানো হাসি পুরানো সুধা মিটায় মম পুরানো ক্ষুধা-
নূতন কোনো চকোর যেন পায় না পরসাদ।

পরে পড়বো
৯৫
মন্তব্য করতে ক্লিক করুন