রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - চলে যাবি এই যদি তোর মনে থাকে

রবীন্দ্রনাথ ঠাকুর

চলে যাবি এই যদি তোর মনে থাকে
ডাকব না, ফিরে ডাকব না-
ডাকি নে তো সকালবেলার শুকতারাকে।
হঠাৎ ঘুমের মাঝখানে কি
বাজবে মনে স্বপন দেখি
‘হয়তো ফেলে এলেম কাকে’-
আপনি চলে আসবি তখন আপন ডাকে।।

পরে পড়বো
১০০
মন্তব্য করতে ক্লিক করুন