কবিতা - এত আলাে জ্বালিয়েছ এই গগনে রবীন্দ্রনাথ ঠাকুর বিবিধ কবিতা এত আলাে জ্বালিয়েছ এই গগনে কী উৎসবের লগনে। সব আলােটি কেমন ক’রে ফেল আমার মুখের ’পরে, আপনি থাক আলাের পিছনে॥ প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে কী উৎসবের লগনে— সব আলাে তার কেমন ক’রে পড়ে তােমার মুখের ’পরে, আপনি পড়ি আলাের পিছনে॥ ♥ ০ পরে পড়বো ১৩৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন