কবিতা - গানগুলি মোর বিষে ঢালা রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের কবিতা গানগুলি মোর বিষে ঢালা কী হবে আর তাহা বই? ফুটন্ত এ প্রাণের মাঝে বিষ ঢেলেছে বিষময়ী! গানগুলি মোর বিষেঢালা, কী হবে আর তাহা বই? বুকের মধ্যে সর্প আছে, তুমিও সেথা আছে অয়ি! ♥ ০ পরে পড়বো ৩২৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন