রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - গাছ দেয় ফল

রবীন্দ্রনাথ ঠাকুর

গাছ দেয় ফল
ঋণ ব’লে তাহা নহে।
নিজের সে দান
নিজেরি জীবনে বহে।
পথিক আসিয়া
লয় যদি ফলভার
প্রাপ্যের বেশি
সে সৌভাগ্য তার।

পরে পড়বো
৬০
মন্তব্য করতে ক্লিক করুন