কবিতা - গদ্য ও পদ্য রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা শর কহে, ‘আমি লঘু; গুরু তুমি গদা, তাই বুক ফুলাইয়া খাড়া আছ সদা। কর তুমি মোর কাজ, তর্ক যাক চুকে— মাথা-ভাঙা ছেড়ে দিয়ে বেঁধে গিয়ে বুকে।’ ♥ ০ পরে পড়বো ১৮২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন