রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - হে তরু এ ধরাতলে

রবীন্দ্রনাথ ঠাকুর

হে তরু, এ ধরাতলে
রহিব না যবে
তখন বসন্তে নব
পল্লবে পল্লবে
তোমার মর্মরধ্বনি
পথিকেরে কবে,
“ভালো বেসেছিল কবি
বেঁচে ছিল যবে।”

পরে পড়বো
১০৭
মন্তব্য করতে ক্লিক করুন