কবিতা - জীবনে তব প্রভাত এল রবীন্দ্রনাথ ঠাকুর অনুকাব্য জীবনে তব প্রভাত এল নব-অরুণকান্তি। তোমারে ঘেরি মেলিয়া থাক শিশিরে-ধোওয়া শান্তি। মাধুরী তব মধ্যদিনে শক্তিরূপ ধরি কর্মপটু কল্যাণের করুক দূর ক্লান্তি। ♥ ০ পরে পড়বো ৭৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন