কবিতা - কী যে কোথা হেথা হোথা যায় ছড়াছড়ি রবীন্দ্রনাথ ঠাকুর অনুকাব্য কী যে কোথা হেথা হোথা যায় ছড়াছড়ি, কুড়িয়ে যতনে বাঁধি দিয়ে দড়াদড়ি। তবুও কখন শেষে বাঁধন যায় রে ফেঁসে, ধুলায় ভোলার দেশে যায় গড়াগড়ি— হায় রে, রয় না তার দাম কড়াকড়ি। ♥ ০ পরে পড়বো ৭৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন